রাজশাহী: লাইসেন্সবিহীন নিম্নমানের পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুরসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে রাজশাহী মহানগরীতে বিভিন্ন দোকান মালিককে ৬৭ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) বিএসটিআই আঞ্চলিক অফিস এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর সপুরা শিল্প ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযান পরিচালনার সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভিন সুলতানা মহানগরীর শুকুর অ্যান্ড সন্স, অপূর্ব ফুডস, খাদ্য ভান্ডার, এবি কনফেকশনারি এবং রবিউল ভ্যারাইটিজ স্টোরকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন।
এসময় তিনি দোকানগুলোর প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংসের নির্দেশ দেন। পরে তা ধ্বংস করা হয় বলে জানান বিএসটিআই’র রাজশাহী পরিচালক এবিএম মর্তজা হোসেন শাহ্।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএস/জেডএস