ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলা একাডেমির ৬০ বছর পূর্তিতে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বাংলা একাডেমির ৬০ বছর পূর্তিতে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা

ঢাকা: বাংলা একাডেমি ৬০ বছর পূর্ণ করছে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। এ উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনব্যাপী হীরক জয়ন্তী উৎসব পালন করবে প্রতিষ্ঠানটি।


 
বুধবার (২ ডিসেম্বর) বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমির পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দু’দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে।
 
এরপর বিকেল সাড়ে ৩টায় একাডেমির রবীন্দ্র চত্বরে বাংলা একাডেমির সদস্য ফেলো, কবি-লেখক-বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান হবে।  
 
ওইদিন বিকেল ৫টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হীরক জয়ন্তী স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ‘Puthis and the Savants : U.Ve. Swaminatha lyer (Tamil) and Abdul Karim Sahitya Visharad (Bengali)’  শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন ভারতের চেন্নাইয়ের লেখক ও গবেষক ভি বি গণেশন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি বিশিষ্ট নাট্যজন শাঁওলী মিত্র এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতার সভাপতি বারিদবরণ ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
 
দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টায় একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
 
এছাড়া উৎসব উপলক্ষে প্রকাশিত ‘বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিক বক্তৃতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী, নজরুল-দৌহিত্রী অনিন্দিতা কাজী, শিল্পী রফিকুল আলম ও শিল্পী অণিমা রায়।
 
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
টিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।