ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অর্থ চুরির দায়ে চার লোডারের এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে চীন থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ-২০৩৬ ফ্লাইটে আসা অজ্ঞাতপরিচয় এক যাত্রীর অর্থ চুরির দায়ে হাতেনাতে আটক করে তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত চার লোডার হলেন- মো. রবিউল ইসলাম (২৯), আতাউর রহমান (২৬), মনিরুল ইসলাম (২৮) ও মাসুদ হোসেন (২৮)।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে জানান, দুপুর ১টা ৪৫ মিনিটে এমইউ-২০৩৬ ফ্লাইটটি এয়ারপোর্টের ২৩ নম্বর বে’তে অবতরণ করে। ওই ফ্লাইটের মালামাল নামানোর সময় এ চার লোডার এক যাত্রীর ব্যাগ থেকে চার হাজার ডলার চুরি করেন।
পরে এপিবিএনের সদস্যরা তাদের সন্দেহজনক মনে করলে আটক করে তল্লাশি করেন। এসময় রবিউলের জুতোর মোজার ভেতরে চার হাজার ডলার পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদ করলে তারাও বিষয়টি স্বীকার করেন।
পরে তাদের এয়ারপোর্টের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। আদালত যাত্রীর অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসজেএ/এইচএ/