ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসইসির নির্দেশনা অবৈধ

গ্রামীণ ওয়ান ও এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বন্ধ হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
গ্রামীণ ওয়ান ও এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বন্ধ হবে না

ঢাকা: গ্রামীণ ওয়ান ও এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড রূপান্তর অথবা অবসায়ন সংক্রান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কো্র্ট। ফলে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস পরিচালিত এই দু’টি মিউচ্যুয়াল ফান্ড বন্ধ হবে না।


 
বিনিয়োগকারী আলী জামানের করা রিটের প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলী’র হাইকোর্ট বেঞ্চ বিএসইসির নির্দেশনা অবৈধ সংক্রান্ত রায় দেন।
 
বিএসইসি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ ও অবলুপ্তির আদেশ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি একটি গেজেট প্রকাশ করে। এছাড়া গত ২৯ জুন কমিশন সভায় ১০ মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের রূপান্তর অথবা অবসায়ন সম্পর্কিত নির্দেশনা জারি করে।
 
তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর ৫০(খ) ধারায় উল্লেখ রয়েছে, কোনো মেয়াদি স্কিমের মেয়াদ এবং পরিমাণ স্কিম ঘোষণার সময়ই নির্ধারণ করতে হবে। তবে স্কিমের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক বছর আগে ইউনিট মালিকদের বিশেষ সভায় উপস্থিত ভোটারদের তিন-চতুর্থাংশ ইউনিটধারীর সম্মতিতে ফান্ডের মেয়াদ অনুরূপ একটি সময়ের জন্য বর্ধিত করা যাবে।
 
বিএসইসির নির্দেশনার পর বিনয়োগকারী আলী জামান হাইকোর্টে রিট করলে গত ১৩ সেপ্টেম্বর বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিএসইসির নির্দেশনা ৬ মাসের জন্য স্থগিত করে।
 
এরপর গত ১ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিটটি স্থগিত করে দেয়। প্রধান বিচারপতি এসকে সিনহার ৪ সদস্যের গঠিত বেঞ্চে ওই আদেশ দেওয়া হয়।
 
আর মঙ্গলবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ বিএসইসির নির্দেশনা অবৈধ বলে রায় দিয়েছে। এর ফলে গ্রামীণ ওয়ান ও এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বন্ধ না হয়ে চালু থাকবে।
 
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চাইলে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইএস/এএসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।