ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আতশবাজি-রঙিন ফানুসে টিএসসিতে বিজয় বরণ

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আতশবাজি-রঙিন ফানুসে টিএসসিতে বিজয় বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে: আতশবাজি আর রঙিন ফানুসে পরম আরাধ্য স্বাধীনতার আনন্দ ও ভবিষ্যতে দেশ গড়ার বলিষ্ঠ শপথের মাধ্যমে ৪৫তম বিজয় দিবসকে বরণ করে নিলো হাজারো তরুণ।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিট বাজার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য থেকে ফুটতে থাকে একের পর এক আতশবাজি।

পায়রা চত্বর থেকে ওড়ে বিজয়ের ফানুস।

একই সময়ে টিএসসি ভবনের সামনে ‘রক্তে রাঙা বিজয় আমার’ মঞ্চ থেকে শপথবাক্য পাঠ করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্যর সঙ্গে সঙ্গে অসাম্প্রদায়িক ও যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গঠনের পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন বাজি রাখার শপথ নেন হাজারও তরুণ।

বিকেল থেকেই উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তারুণ্যের মিলনস্থল টিএসসি চত্বর। ‘রক্তে রাঙা বিজয় আমার’ স্লোগানে টিএসসিভিত্তিক সবগুলো সংগঠন সম্মিলিত ও আলাদাভাবে আয়োজন করে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কর্মসূচি। তিন দিনব্যাপী এসব আয়োজনের মধ্যে রয়েছে- আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, মাইম অ্যাকশন, কনসার্ট প্রভৃতি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আলাদাভাবে আয়োজন করেছে ‘রোড টু ইনডিপেন্ডেন্ট ৭১’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৭৫৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত স্বাধীনতায় অবদান রাখা উল্লেখযোগ্য ব্যক্তিত্বের আলোকচিত্র।

সন্ধ্যা থেকেই কনসার্টে গান গাইতে শুরু করে একের পর এক ব্যান্ডদল। হাজারও তরুণ-তরুণী শামিল হন এ বিজয় উৎসবে। বিজয়ের এ সঙ্গীত উৎসব চলে মধ্যরাত পর্যন্ত।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলাভবন, টিএসসিহ বিভিন্ন ভবনে মনোরম আলোকসজ্জা করা হয়েছে। এ আলোকসজ্জা বিজয়ের আনন্দকে করে তোলে আরও রঙিন।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।