ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলা একাডেমির ৩৮তম বার্ষিক সভা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বাংলা একাডেমির ৩৮তম বার্ষিক সভা শনিবার

ঢাকা: বাংলা একাডেমির ৩৮তম বার্ষিক সাধারণ সভা আগামী শনিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একাডেমির পাঠানো বিজ্ঞপ্তিতে জানো হয়, ওইদিন একাডেমি প্রাঙ্গণে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’র শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ৯ টায় সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হবে।



বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ২০১৪-২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন। একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন অবহিত করবেন ২০১৫-২০১৬ সালের বাজেট।
 
সাধারণ সভায় দেশের নানাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাতজন বরেণ্য ব্যক্তিকে সম্মানসূচক বাংলা একাডেমি ফেলোশিপ-২০১৫ দেওয়া হবে। এছাড়া আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে একাডেমি পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৫, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৫, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৪ ও হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ১৪২০-১৪২১।

সাধারণ সভায় সারাদেশ থেকে ফেলো, জীবনসদস্য ও সদস্যসহ প্রায় দুই হাজার বিশিষ্টজন অংশ নেবেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এডিএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।