ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে ট্রাক্টর চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, ডিসেম্বর ২৮, ২০১৫
সাদুল্যাপুরে ট্রাক্টর চাপায় শিশু নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ট্রাক্টর চাপায় রিপন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরিদপুর ইউনিয়নে ভাজাকালাই-জামালপুর সড়কের জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রিপন একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জামালপুর এলাকায় মাটি বোঝাই একটি ট্রাক্টর রিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।

এদিকে, রিপনের পরিবারের কোন অভিযোগ না করায় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আজম মণ্ডল নীরব।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।