ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বর্ণের দোকানে লুটের চেষ্টা

সিলেটে তিন ডাকাতকে গণধোলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সিলেটে তিন ডাকাতকে গণধোলাই

সিলেট: সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতিকালে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আম্বরখানা বরকতিয়া মার্কেটে এ ঘটনা ঘটে।



স্থানীয় ব্যবসায়ীরা জানান, আম্বরখানায় মা জুয়েলার্সের দোকানের দেয়াল কেটে লুটের চেষ্টা করে সংঘবদ্ধ একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কবল থেকে তিন ডাকাতকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ আটকের বিষয়টি বাংলানিউজকে জানালেও আটককৃতদের নাম জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।