ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বন্দুকযুদ্ধে নিহত কালা জনি শীর্ষ সন্ত্রাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বন্দুকযুদ্ধে নিহত কালা জনি শীর্ষ সন্ত্রাসী ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪) এর টহল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত আল-আমিন ওরফে কালা জনি একজন শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার লুৎফুল কবির।

র‌্যাবের সিও বাংলানিউজকে জানান, নিহত জনি ৩টি হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি।

এর মধ্য ধর্ষণ ও ডাকাতির মামলা রয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ইস্টার্ন হাউজিং এলাকায় নিহত আল-আমিন ওরফে কালা জনিকে (৩২) তল্লাশির জন্য থামতে বলা হলে র‌্যাবের টহল টিমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় জনির সহযোগীরাও আশপাশ থেকে গুলি ছোঁড়া শুরু করে।

র‌্যাব সদস্যরা তাদের নিজের জীবন বাচাঁতে পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটায় তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এনএইচএফ/বিএস

** রূপনগরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।