ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় দুইজনের রিমান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় দুইজনের রিমান্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক তরুণীকে ধর্ষণ মামলায় দুইজনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক তরুণীকে ধর্ষণ মামলায় দুইজনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এরা হলেন- মাটিরাঙ্গার কাঁঠাল পাড়া এলাকার হানিফ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার(৩৭) ও একই এলাকার জামাল মিয়ার ছেলে সাবু মিয়া(৩৮)।

 মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মোহাম্মদ নোমানের আদালতে তোলা হয়।

খাগড়াছড়ির কোর্টি ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণ মামলার আসামিদের ৫দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু বাংলানিউজকে জানান, চলতি বছরের মে মাসে আটক সাবু মিয়া মাটিরাঙ্গার মুসলিমপাড়ায় আম কুড়ানোর কথা বলে ওই তরুণীকে বাগানে নিয়ে যায়। পরে সেখানে রেজাউল এবং সাবু মিয়া মিলে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন।  

তিনি আরও জানান, বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। গত কোরবানির ঈদে ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারও ধর্ষণ করা হয় তাকে। পরে সোমবার সন্ধ্যায় ওই তরুণীর বাবা দুইজনকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।