ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে চোরাই গরুসহ ২ চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বরিশালে চোরাই গরুসহ ২ চোর আটক ছবি: প্রতীকী

বরিশালে গরু চুরি করে ট্রলারে নিয়ে পালানোর সময় ২ চোরকে আটক করেছে পুলিশ।

বরিশাল: বরিশালে গরু চুরি করে ট্রলারে নিয়ে পালানোর সময় ২ চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাউফল উপজেলার কোনাফুলা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে বাবলু (৪৫) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার রানীপুর গ্রামের মোক্তার আলীর ছেলে ছেলে মোহাম্মদ স্বরুপ আলী (৫০)।

মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব আলম বাংলানিউজকে জানান, বাকেরগঞ্জ থেকে গরু নিয়ে একটি ট্রলার সাহেবের হাট চ্যানেল দিয়ে যাচ্ছেন চোরেরা। এমন সংবাদের ভিত্তিতে ভোরে মিয়ার হাট এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বাবলু ও স্বরুপকে আটক করা হয়। বাকিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

পরে তাদের কাছে থেকে তিনটি গরু, লোহার শিকল কাটার যন্ত্রাংশ, দা, লাঠি-সোটা উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএস/আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।