ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নর্দান ইউনিভার্সিটি খুলনা ও আইডিপির মধ্যে চুক্তি সই

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
নর্দান ইউনিভার্সিটি খুলনা ও আইডিপির মধ্যে চুক্তি সই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আইডিপি) বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয়েছে।   

খুলনা: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আইডিপি) বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয়েছে।    

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা অডিটরিয়ামে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার পক্ষে চুক্তি সই করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

 

আইডিপি বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন আইডিপি বাংলাদেশের কান্ট্রি পরিচালক রাভি চন্দ্র, আইডিপি বাংলাদেশের আইইএলটিএস’র প্রধান সায়মান বিন মানসুর, কান্ট্রি পরিচালক মোশারফ খান ও আইইএলটিএস অ্যাডমিনিস্ট্রেটর ইলারা সাহাব।

এই চুক্তি সইয়ের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাসহ বাংলাদেশের যেকোনো  ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আইইএলটিএস’র রেজিট্রেশন করতে পারবেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপদেষ্টা নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপদেষ্টা প্রফেসর ড. সামছুল হক।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমআরএম/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।