ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পারিবরিক ও সামাজিক বন্ধন অটুট থাকলে সাম্প্রদায়িকতা থাকবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
‘পারিবরিক ও সামাজিক বন্ধন অটুট থাকলে সাম্প্রদায়িকতা থাকবে না’

কবি আসাদ চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িকতা বন্ধ করতে হলে সমাজের ভাজে ভাজে তদন্ত প্রয়োজন।

ঢাকা: কবি আসাদ চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িকতা বন্ধ করতে হলে সমাজের ভাজে ভাজে তদন্ত প্রয়োজন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ব্রাহ্মণবাড়িয়াবাসী আয়োজিত  ‘আমরা লজ্জিত আমরা ক্ষমাপ্রার্থী’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।

আসাদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িকতা বন্ধ করতে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। পারিবরিক ও সামাজিক বন্ধন অটুট থাকলে সাম্প্রদায়িকতা প্রতিরোধ করা সম্ভব।

সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষ এক হয়ে যুদ্ধ করেছেন। এখন সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে’।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মো. সামাদ, আইটিআই’র সভাপতি রামেন্দু মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএটি/ওএইচ/এসএনএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।