ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ২৪ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
নলডাঙ্গায় ২৪ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া’-এ স্লোগানে নাটোরের নলডাঙ্গা উপজেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

নাটোর: ‘দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া’-এ স্লোগানে নাটোরের নলডাঙ্গা উপজেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।


 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, নলডাঙ্গা পৌর সভার মেয়র শফির উদ্দিন মণ্ডল, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার জিয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, পিপরুল ইউপির চেয়ারম্যান কলিমুদ্দিন ও বিপ্রবেলঘড়িয়া ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
 
অনুষ্ঠানে পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এসব মাল্টিমিডিয়া প্রজেক্টর গ্রহণ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।