ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ১৮ বোতল মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
মেহেরপুরে ১৮ বোতল মদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাজিপুর মাথাভাঙ্গা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বোতলগুলো উদ্ধার করা হয়।

৪৭ কাজীপুর বিওপি কমান্ডার হাবিলদার জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে বিজিবির একটি টহলদল হাবিলদার জাকির হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে মদের বোতলগুলো উদ্ধার করে। এগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।