ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
মেহেরপুরে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির কমান্ডার হাবিলদার ফোরকান মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা বাঁশবাগানে অভিযান চালানো হয়। এসময় ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য আট হাজার ৮শ’ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।