ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাকিমপুরে বিজিবি-চোরাকারবারিদের সংঘর্ষ, আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
হাকিমপুরে বিজিবি-চোরাকারবারিদের সংঘর্ষ, আহত ৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিজিবি ও চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ এক চোরাকারবারি।

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এক চোরাকারবারি।

সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বাসুদেবপুর সীমান্ত এল‍াকায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট ২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

আহত দুই বিজিবি সদস্যের নাম মোস্তাক ও ইউসুফ। গুলিবিদ্ধ চোরাকারবারি হলেন শাওন। তাদের সবাইকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় চোরাকারবারিদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।