ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
কিশোরগঞ্জে নবান্ন উৎসব

কিশোরগঞ্জে নবান্ন উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নবান্ন উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাউসুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ,  নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখ।

এছাড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।