ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
মৌলভীবাজারে নবান্ন উৎসব ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজারে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে।

মৌলভীবাজার: মৌলভীবাজারে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে।

এছাড়া হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার মো. শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।