ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

ঝিনাইদহ সদর উপজেলার জাড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার জাড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাড় গ্রামের শরিফুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪০), বারেক জোয়ার্দারের ছেলে জিয়াউর রহমান (৩৫), নূর ইসলাম (৬০), তার স্ত্রী জরিনা খাতুন (৫৫), ছেলে শাহাজান আলী বিশ্বাস (৪০), শাহাজান আলীর স্ত্রী তাছলিমা খাতুন (৩০) ও বাকের জোয়ার্দারের ছেলে পিয়ার আলী জোয়ার্দার (৩৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।