ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্নকে বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্নকে বরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নিল জেলা প্রশাসন। এ উৎসব উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্নকে বরণ করে নিল জেলা প্রশাসন।
 
এ উৎসব উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও অডিটোরিয়ামে এসে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এসময় তিনি বলেন, নবান্ন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। বাংলার সংস্কৃতিকে যদি আমরা ধারণ ও লালন করি তাহলে আমাদের মধ্যে বৈষম্য আর ভেদাভেদ থাকবে না।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোআরা বেগম জেলার শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
   
বিকেলে ঠাকুরগাঁও অডিটোরিয়ামে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।