ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নবান্ন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বাগেরহাটে নবান্ন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে।

বাগেরহাট: বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে।
 
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এর উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

এতে সভাপতিত্ব করেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

পরে স্বাধীনতা উদ্যানে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়। পিঠা মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তর ২০টি স্টলে বাহারি পিঠার পসরা নিয়ে যোগ দেয়। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।