ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
পটুয়াখালীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

পটুয়াখালীতে মাদক মামলায় মো. আলতাফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

পটুয়াখালী: পটুয়াখালীতে মাদক মামলায় মো. আলতাফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তফা পাভেল রায়হান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্ত আলতাফ হোসেনের বাড়ি সদর উপজেলায়।

আদালত সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন আলতাফ। খবর পেয়ে ২০১২ সালের ২৯ জুলাই তার বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) ও পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় ১২৫ বোতল ফেনসিডিলি পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেই সময়ের পরিদর্শক মো. কবিরুল হাসান বাদী হয়ে আলতাফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করার পর ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি কমল দত্ত। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মোহম্মদ মোহসিন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।