ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় পুরাতন ভবন ভাঙতে গিয়ে মিললো ৯৮৫ গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
কুমিল্লায় পুরাতন ভবন ভাঙতে গিয়ে মিললো ৯৮৫ গুলি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা পুলিশ লাইনসের পুরাতন অস্ত্রাগারের একটি ভবন ভাঙতে গিয়ে মেঝের ৫/৬ ফুট নিচ থেকে ৯৮৫টি মরিচা ধরা গুলি পাওয়া গেছে।

কুমিল্লা: কুমিল্লা পুলিশ লাইনসের পুরাতন অস্ত্রাগারের একটি ভবন ভাঙতে গিয়ে মেঝের ৫/৬ ফুট নিচ থেকে ৯৮৫টি মরিচা ধরা গুলি পাওয়া গেছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে অস্ত্রাগারের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণকাজের সময় শ্রমিকরা মরিচাধরা অবস্থায় এসব গুলি দেখতে পায়।

খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন ঘটনাস্থলে পরিদর্শন ও গুলিগুলো গণনা করেন।

পরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. নুরুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এসব গুলি অস্ত্রাগারে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।