ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়া গ্যাস ল‍াইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

আশুলিয়া, সাভার: সাভারের আশুলিয়া গ্যাস ল‍াইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কালার ম্যাচ বিডি লিমিটেড নামে এ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধসহ মোট ৩৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ নারী শ্রমিককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এরা হলেন-জলি (৩০), মুক্তি আক্তার (১৮), হালিমা (২৫), ফাতেমা (১৫), নাজমা (১৭), রিনা (২০), মেহেরা (৩০), খাদিজা (১৪), অাঁখি (১৪), সোনিয়া (১৬), শিমু (২৫), হাফিজা (১৬) ও মাহমুদা (২৬)। বাকীদের এনাম মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজেডএস/আরএ

** আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।