ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে আড়তে ডাকাতির ঘটনায় আহত একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
উজিরপুরে আড়তে ডাকাতির ঘটনায় আহত একজনের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকায় পাইকারি মাছের আড়তে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় আহতদের মধ্যে সোহরাব বেপ‍ারি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকায় পাইকারি মাছের আড়তে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় আহতদের মধ্যে সোহরাব বেপ‍ারি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সোহরাব বেপ‍ারির মৃত্যু হয়। আহত হন আরো ১৯ জন।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. হরেন রায় বাংলানিউজকে জানান, ল‍ুটপাটের সময় ‍ডাকাতরা সোহরাব বেপারির মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে কিছুক্ষণ পরই  মারা যান।

এদিকে, আহতদের স্থানীয়দের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

**উজিরপুরে বোমা ফাটিয়ে মৎস্য আড়তে ডাকাতি, আহত ২০

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএস/এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।