ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দুর্বৃত্তদের হামলায় ৭ যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
রাঙামাটিতে দুর্বৃত্তদের হামলায় ৭ যুবক আহত

রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে ঘুরতে এসে দুর্বৃত্তদের হামলায় সাত যুবক আহত হয়েছেন।

রাঙামাটি: রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে ঘুরতে এসে দুর্বৃত্তদের হামলায় সাত যুবক আহত হয়েছেন।

 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুল আলিম (২৫), আবুল কাসেম (২৮), হযরত আলী (২৫), মো. রতন (২৬), কুদ্দুস (২৯) মোরশেদ আলী (২৮) ও মো. মোবারক (২৭)। তা‍রা সবাই রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকার বাসিন্দা।

আহত মোবারক জানান, তারা সকালে নৌকা ভাড়া করে শহরের সমতা ঘাট থেকে শুভলং ও বালুখালীর উদ্দেশে যাত্রা শুরু করেন। দুপুরে তারা বালুখালীতে যান। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে স্থানীয় কয়েক যুবক তাদের চলে যেতে বলেন। কিন্তু স্থানীয় যুবকদের কথা অগ্রাহ্য করায় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বাংলানিউজকে বলেন, ‘খবর পেয়ে আমি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে  ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ