ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনা ইমাম পরিষদের বিক্ষোভ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে খুলনা ইমাম পরিষদের বিক্ষোভ ছবি: মানজারুল ইসলাম- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা জেলা ইমাম পরিষদ।

খুলনা: মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা জেলা ইমাম পরিষদ।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে বাদ আসর নগরীর ডাকবাংলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুন নূর মসজিদ কমপ্লেক্সে এসে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমআরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ