ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সম্প্রচারে রেডিও ক্যাপিটাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
 সম্প্রচারে রেডিও ক্যাপিটাল

পুরোপুরি সম্প্রচারে এলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮। এখন থেকে এফএম ৯৪.৮ ব্যান্ডের মাধ্যমে খবর-গান শুনতে পারবেন শ্রোতারা। শুক্রবার...

ঢাকা: পুরোপুরি সম্প্রচারে এলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮। এখন থেকে এফএম ৯৪.৮ ব্যান্ডের মাধ্যমে রেডিওটি শুনতে পারবেন শ্রোতারা।

শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডে রেডিও ক্যাপিটালের সম্প্রচার শুরু করা হয়।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এর বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে।

অনুষ্ঠানে দৈনিক কালেরকণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের উপদেষ্টা সম্পাদক আমির হোসেন, নির্বাহী সম্পাদক শিয়াব রহমান, কালেরকণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফ‍া কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, নিউজটোয়েন্টিফোরের সিনিয়র বার্তা সম্পাদক আনোয়ার সাদী ও রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান সফলতার শীর্ষে অবস্থান করছে। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের দিকনির্দেশনায় অন্য প্রতিষ্ঠানগুলোর মতো রেডিও ক্যাপিটালও সাফল্যের শীর্ষে অবস্থান নেবে।

আসছে ডিসেম্বর বিজয়ের মাসে রেডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাকি পাঁচটি প্রতিষ্ঠান হচ্ছে- দৈনিক কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ