ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে হ্যান্ডলিং শ্রমিকদের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ঝালকাঠিতে হ্যান্ডলিং শ্রমিকদের ধর্মঘট

মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।

ঝালকাঠি: মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেন।

মালিক পক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে শ্রমিকরা জানান।

ঝালকাঠি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুমায়ুন কবির খান বাংলানিউজকে জানান, ঝালকাঠির লবণ, ময়দা, বালু, ইট ও রড সিমেন্টসহ বিভিন্ন কারখানা ও দোকানে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে প্রায় হাজার মানুষ কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এমএস/এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ