ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু

ঢাকার জুরাইনে পানির পাম্প মেশিন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৩৫) নামে মেকানিকের মৃত্যু হয়েছে।

ঢাকা: ঢাকার জুরাইনে পানির পাম্প মেশিন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৩৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কালামের খালা মরজিনা বাংলানিউজকে জানান, তার বাসায় পানির পাম্প মেশিন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালামের মৃত্যু হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত আবুল কালাম জুরাইনের মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম কাঞ্চন বয়াতি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এজেডএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।