ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুর ও ধনবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
মধুপুর ও ধনবাড়ীতে শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা।

 রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর ও ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর শাখার সভাপতি মো.আজিজুল হক লুলু, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আলী আকবর প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কমকর্তার (ইউএনও) কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

অপরদিকে, বাংলাদেশ শিক্ষক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মীর মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা রফিকুল ইসলাম, মোফাখখারুল ইসলাম, হাবিল উদ্দিন, আব্দুল ছালাম, জামাল উদ্দিন প্রমুখ।

পরে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা রিনির পক্ষে তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার স্বপ্না।   

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।