ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জে সদস্য পদে আ.লীগের প্রার্থী চুড়ান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জে সদস্য পদে আ.লীগের প্রার্থী চুড়ান্ত

জেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জে সদস্য পদে ৪ জনকে দলীয় মনোনয়ন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। 

লক্ষ্মীপুর: জেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জে সদস্য পদে ৪জনকে দলীয় মনোনয়ন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।  

রোববার (২৭ নভেম্বর) দুপুরে রামগঞ্জ শহরে দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশে এ প্রার্থিতা ঘোষণা করা হয়।

 

সদস্য পদে দলীয় মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ ভূঁইয়া (১নং ওয়ার্ড), যুবলীগ নেতা সৈকত মাহমুদ (২নং ওয়ার্ড), আওয়ামী লীগ নেতা মাহবুব খাঁন ফাহিম (৩নং ওয়ার্ড) ও সৈয়দা তেহেরুন নাহার (সংরক্ষিত মহিলা আসন)।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাধারণ সম্পাদক বেলাল আহম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মামুনুর রশিদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ।  

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. সামছুল ইসলাম। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত নারী  সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ১৫জন নির্বাচিত হবেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।