ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লার সাবেক জেলা প্রশাসক হাসানুজ্জামানের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
কুমিল্লার সাবেক জেলা প্রশাসক হাসানুজ্জামানের পদোন্নতি

কুমিল্লার সাবেক জেলা প্রশাসক এবং গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপসচিব মো. হাসানুজ্জামান কল্লোল যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।  

কুমিল্লা: কুমিল্লার সাবেক জেলা প্রশাসক এবং গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপসচিব মো. হাসানুজ্জামান কল্লোল যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।  

রোববার (২৭ নভেম্বর) হাসানুজ্জামান কল্লোলকে এ পদোন্নতি দেওয়া হয়।

হাসানুজ্জামান কল্লোল পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘আজ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলাম। আমার চাকরি কালীন এ পদযাত্রায় যারা আমাকে আশীর্বাদ করেছেন, স্নেহ-ভালবাসা দিয়েছেন, সহযোগিতা করেছেন, পাশে ছিলেন-আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মো. হাসানুজ্জামান কল্লোল চলতি বছরের ২০ সেপ্টেম্বর গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে যোগদান করেন। এর আগে কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে তিনি প্রায় ২ বছর অতিবাহিত করেন। সে সময় কুমিল্লার শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে মো. হাসানুজ্জামান কল্লোল অনেক অবদান রাখেন।  

ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক হন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।