ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কেরানীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ‘টেকসই ভবিষ্যত গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ‘টেকসই ভবিষ্যত গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে কেরানীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কো-অপারেটিভ লিমিটেড এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার, কৃষি কর্মকর্তা ফখরুল আলম, শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনী ও কেরানীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি রাজু ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।