ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময় বাড়লো

২০১৭ সালের স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময় বৃদ্ধি করেছে সরকার।
 

ঢাকা: ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন প্রস্তাব পাঠানোর সময় বৃদ্ধি করেছে সরকার।
 
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রস্তাব দেওয়া যাবে বলে রোববার (০৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়, বিভাগ এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদেরকে চিঠি দিয়ে জানিয়েছে।


 
এর আগে ৩১ আগস্ট এক চিঠিতে ৩০ নভেম্বরের মধ্যে প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছিল।  
 
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম স্বাক্ষরিত চিঠিতে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের বিষয়ে কোনো মনোনয়ন থাকলে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
 
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়ে থাকে। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কারে অর্থ, পদক, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  
 
স্বাধীনতা পুরস্কারের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ এবং ইতোপূর্বে স্বাধীনতা পুরস্কার/স্বাধীনতা দিবস পুরস্কারপ্রাপ্ত সুধীজন মনোনয়ন প্রদান করে থাকেন।
 
২০১৬ সালে ১৪ জন বিশিষ্ঠ ব্যক্তি ও নৌ বাহিনীকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।