ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে পুষ্প বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মিরপুরে পুষ্প বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর মিরপুর-১ নম্বরে পুষ্প বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে পুষ্প বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, মিরপুর-১ নম্বর শাহ আলীবাগের ‘পুষ্প বেকারি’কে নোংরা পরিবেশে খাবার তৈরি, পণ্যে মূল্যসহ উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখ লিপিবদ্ধ না করায় বেকারির ব্যবস্থাপক মো. জিলানীকে একলাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।