ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারত থে‌কে গরু নি‌য়ে ফেরার প‌থে বাংলা‌দে‌শির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ভারত থে‌কে গরু নি‌য়ে ফেরার প‌থে বাংলা‌দে‌শির মৃত্যু

সাতক্ষীরা সীমা‌ন্তে ভারত থে‌কে গরু নি‌য়ে ফেরার প‌থে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মো. এহসান (৪০) না‌মে এক বাংলা‌দে‌শি রাখা‌লের মৃত্যু হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমা‌ন্তে ভারত থে‌কে গরু নি‌য়ে ফেরার প‌থে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মো. এহসান (৪০) না‌মে এক বাংলা‌দে‌শি রাখা‌লের মৃত্যু হ‌য়ে‌ছে।

‌মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ইছাম‌তি নদী পার হয়ে বাংলা‌দেশ ভ‍ুখ‌ণ্ডে প্র‌বে‌শের পরপরই তিনি হৃদ‌রো‌গে আক্রান্ত হন।


 
এহসান সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউ‌নিয়‌নের চাপারডাঙ্গার নাথপাড়া গ্রামের অজিহার রহমানের ছেলে।

গ্রামবাসী জানায়, মো. এহসান নামের ওই রাখাল রোববার তার সঙ্গী‌দের সঙ্গে ভারতে গরু আনতে যান। মঙ্গলবার ভোরে গরু নিয়ে সীমান্ত নদী ইছামতি পার হয়ে বাংলাদেশ ভুখণ্ডে চলে আসেন তারা। সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের চেয়ারম্যানের মোড়ে পৌঁছালে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে মাটিতে লুটিয়ে পড়েন  এহসান। তাৎক্ষ‌ণিক তা‌কে বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়া হ‌লে সেখানেই তার মৃত্যু হয়।

এ ব্যাপা‌রে বিজিবির পদ্মশাখরা বিওপির হাবিলদার আবুল হোসেন বাংলা‌নিউজ‌কে জানান, একজন গরু রাখাল হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন ব‌লে তি‌নি শু‌নে‌ছেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।