ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. ইমরান আলী, ই.পি আই সুপারিনটেন্ডেন্ট মো. আক্তারুজ্জামান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমুখ।
মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুইটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২১,০৪৯ জন ও ১২ থেকে ৫৯ মাসের ১৬৭৫২৭ জন শিশুকে ১০ ডিসেম্বরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৫০৭৯ জন স্বেচ্ছাসেবী জেলার বিভিন্ন স্থানে স্থায়ী ও ভাসমানভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে বলেও মতবিনিময় সভায় উল্লেখ করেন সিভিল সার্জন ইমরান আলী।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।