ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
নওগাঁয় ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া

সড়ক দুর্ঘটনাসহ প্রাকৃতিক নানা প্রতিকূলতায় জানমাল রক্ষায় করণীয় দিকগুলো তুলে ধরে নওগাঁয় ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ: সড়ক দুর্ঘটনাসহ প্রাকৃতিক নানা প্রতিকূলতায় জানমাল রক্ষায় করণীয় দিকগুলো তুলে ধরে নওগাঁয় ফায়ার সার্ভিসের প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ট্রাক টার্মিনালে এ মহড়া অনুষ্ঠিত হয়।

সাধারণ মানুষকে সুরক্ষা কৌশল শেখানোর পাশাপাশি সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।
 
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ মোকাবেলায় উদ্ধার অভিযান কৌশলগুলো তুলে ধরেন। একই সঙ্গে অগ্নিনির্বাপন কৌশল শেখানো হয় সাধারণ মানুষকে।
 
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রশীদ, সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা, মোটরচালক নেতা শহীদুল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে মোটর গাড়ির চালক-হেলপার ছাড়াও এলাকার সাধারণ মানুষ উপস্থিত হয়ে কৌশল প্রত্যক্ষ করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভাগীয় বিভিন্ন স্টেশনের ফোন নম্বর সম্বলিত সচেতনতা লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।