ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরের খাসেরহাট বাজারে আগুন, ২৩ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সূবর্ণচরের খাসেরহাট বাজারে আগুন, ২৩ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর সূবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আগুন লেগে ১৮টি দোকান সম্পূর্ণ ও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে।

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আগুন লেগে ১৮টি দোকান সম্পূর্ণ ও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

খাসেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্যাহ বাংলানিউজকে জানান, রাতে বাজারের দক্ষিণ পাশের নূর ক্লথ স্টোর গলির একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মুদি, ফার্মেসি, কনফেকশনারি, লেপ-তোষক, ওয়ার্কশপ, খাবার হোটেল, চায়ের দোকানসহ ১৮টি দোকান সম্পূর্ণ ও পাঁচটি দোকান আংশিক পুড়ে গেছে।

এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।