ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের ছাতকে দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রায়সন্তোষপুর গ্রামের সালিক মিয়া ও করিম মিয়ার মধ্যে একটি খাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। দুপুরে সালিক মিয়া তার লোকজন নিয়ে ওই খালে মাছ ধরতে যান। এ সময় করিম মিয়া ও তার লোকজন মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।