ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় উদীচী’র সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
টুঙ্গিপাড়ায় উদীচী’র সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা উদীচী’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা উদীচী’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলাম। অন্যান্যের বক্তব্য রাখেন- মধ্যে জেলা উদীচীর সহ-সভাপতি সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মণ্ডল, কোটালীপাড়া উপজেলা উদীচীর সভাপতি অশোক কর্মকার, টুঙ্গিপাড়া উপজেলার উদীচীর সহ-সাধারণ সম্পাদক কবিতা হক প্রমুখ।

সম্মেলনে বর্তমান সভাপতি মেহেদী হাসানকে সভাপতি ও বর্তমান সহ-সাধারণ সম্পাদক কবিতা হককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উদীচী টুঙ্গিপাড়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।