ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তালতলীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
তালতলীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনার তালতলী উপজেলায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ১৫টি অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জনসম্মুখে জালগুলো পোড়ানো হয়।

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ১৫টি অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জনসম্মুখে জালগুলো পোড়ানো হয়।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলার তালতলী উপজেলার সোনাকাটা বঙ্গোপসাগরের মোহনায় পেটখাল এলাকা থেকে ১৫টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করে সোনাকাটা কোস্টগার্ড।

সোনাকাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেটখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাল মালিকরা পালিয়ে গেলে জালগুলো জব্দ করা হয়।

উদ্ধারকৃত অবৈধ জালগুলো সকালে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।