ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় র‌্যাবের কাছে জঙ্গির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
কুষ্টিয়ায় র‌্যাবের কাছে জঙ্গির আত্মসমর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কুষ্টিয়া ক্যাম্পে সালাউদ্দিন আহমেদ সুজন (৩৪) নামে এক জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছেন।

কুষ্টিয়া: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কুষ্টিয়া ক্যাম্পে সালাউদ্দিন আহমেদ সুজন (৩৪) নামে এক জঙ্গি সদস্য আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক শাহাবুদ্দিন খান এ তথ্য জানান।

সালাউদ্দিন রাজশাহীর বাঘা উপজেলায় দাঁদপুর গ্রামের আবদুল হালিম মোল্লার ছেলে।

শাহাবুদ্দিন খান বলেন, সালাউদ্দিন জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন।

র‌্যাবের পক্ষ থেকে তাকে পুনর্বাসনের জন্য পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।