ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দর ভূমি অফিস পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
চিরিরবন্দর ভূমি অফিস পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ভূমি অফিসের ডিজিটাল কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি ভূমি অফিসের সব কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এছাড়াও ক্যাম্পাসকে মনোমুগ্ধকর পরিবেশে রূপান্তরের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) ধন্যবাদ জানান।

এর আগে মন্ত্রীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শন কালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দীন গোলাপ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জেড এইচ মোহাম্মদ আলী শামীম, আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিবুল হাসান ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।