ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মহান বিজয় দিবসের কর্মসূচি  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মহান বিজয় দিবসের কর্মসূচি    ছবি: জিএম মুজিবুর    

বরাবরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় বিজয়ের উৎসব পালন করবে গোটা জাতি। লাল-সবুজ রঙে উৎসবে মাতবে সবাই। লাখো শহীদের রক্তে রাঙানো পতাকা উড়বে মুক্ত বাতাসে।

ঢাকা: বরাবরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় বিজয়ের উৎসব পালন করবে গোটা জাতি। লাল-সবুজ রঙে উৎসবে মাতবে সবাই।

লাখো শহীদের রক্তে রাঙানো পতাকা উড়বে মুক্ত বাতাসে।
 
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৬টা ৩৫ মিনিট পর্যন্ত রাজধানীর পুরনো বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবসের কর্মসূচি।
 
সূর্য উদয় ক্ষণে ওড়ানো হবে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল-সবুজ পতাকা।
 
৬টা ৩৪ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ।  

সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সকাল ৮টায় গণভবন থেকে মহান বিজয় দিবস-২০১৬ উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী।
 
সকাল ১০টায় জাতীয় প্যারেড স্কয়ার বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন।

বেলা পৌনে ৪টায় বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনার আয়োজন করা হবে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা, বিচারপতি, রাজনৈতিক, কুটনৈতিক, কবি, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনরা অংশ নেবেন।
 
বিকেল ৫টায় পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত থ্রিডি লেজার শো অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

ঢাকা সদর ঘাট, নৌ ইউনিট পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ- নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম- বিআইডব্লিউটিএ রকেট ঘাট, খুলনা-নেভাল বার্থ,  দিগরাজ, মংলা, বাগেরহাট ও বিআইডব্লিউটিএ জেটি- বরিশাল এবং বিআইডব্লিউটিএ জেটি- চাঁদপুর এ বেলা ২টা থেকে সুর্যাস্ত পর্যন্ত নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
 
বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেনাবাহিনীর বাদক দল, সদর ঘাট এলাকায় নৌ বাহিনীর বাদক দল, মিরপুর দুই নম্বর জাতীয় স্টেডিয়াম এলাকায় বিমান বাহিনীর বাদক দল এবং সোহরাওয়ার্দী উদ্যানে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং অন্যান্য সংস্থার সম্মিলিত বাদক দল বাদ্য পরিবেশন করবে।
 
এসব কর্মসূচির বাইরে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি আয়োজন করেছে।
 
বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।