ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে অধ্যক্ষের সঙ্গে অসদাচরণ করায় মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সিরাজগঞ্জে অধ্যক্ষের সঙ্গে অসদাচরণ করায় মহাসড়ক অবরোধ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে বাস শ্রমিকদের অসদাচারণ করার অভিযোগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে বাস শ্রমিকদের অসদাচারণ করার অভিযোগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে এ অবরোধ করা হয়।

এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

মেরিন একাডেমির ছাত্র ওয়াজ করণী বাংলানিউজকে বলেন, বিকেলে কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভি পরিবহনের একটি বাসের স্টাফরা একাডেমির অধ্যক্ষ প্রকৌশল সুলতান সালাউদ্দিনের সঙ্গে অসদাচরণ করে। এ ঘটনার বিচার দাবিতে আমরা মহাসড়ক অবরোধ করেছি।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক সেলিম রেজা বিকেল সাড়ে চারটার দিকে জানান, ছাত্ররা প্রায় একঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবরোধ প্রত্যাহারের বিষয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।