শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় লালপুর উপজেলার কদিমচিলান এলাকা ও সদর উপজেলার কোরোটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মানিক সরকারের ছেলে আসাদুল হোসেন (৩২) ও সদর উপজেলার কোরোটা গ্রামের আবু হানিফের ছেলে মনিরুজ্জামান মামুন (৩৪)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদিমচিলান এলাকা থেকে ৯৬ পিস ইয়াবাসহ আসাদুল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা করা হয়েছে।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোরোটা গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনটি