ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
মিরপুরে ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে একটি চারতলা ভবন থেকে পড়ে জান্নাতুল নেসা তাহা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করছে।

সোমবার (০১ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাহা’র বাবা জয়নাল মিয়া মালয়েশিয়া প্রবাসী। তাহা তার মা আসমা ও এক ভাইয়ের সঙ্গে মিরপুর পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতো। সে এবার আগারগাঁও তালতলা এলাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

তাদের আত্মীয় জাকির হোসেন বাবু বাংলানিউজকে জানান, সকালে চারতলা ভবনের ছাদ থেকে পরে যায় তাহা। এসময় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, তাহা’র মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।